কিন্তু ঘোষাল গ্রামের কামাল আহম্মেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী)ও মৎস্য লীজ ঘের রয়েছে। সে একজন মামলাবাজ, দখলকারী, অত্যাচারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি। অত্র মৌজায় তার সামান্য জমি থাকলেও সে নিজ জমির পরিমানের চেয়ে বেশি জমিতে অবৈধ দখলে রেখে উল্টো আমাদের নামে একের পর এক মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করে নিঃস্ব করছে।
সে খুলনায় থাকার কারণে গ্রামের নিরীহ মানুষের নামে মামলা, লিগাল নোটিশ দিয়ে যাচ্ছে। এমন কি স্থানীয় ৭ নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ এলাকার জমির মালিকদের পক্ষে কথা বললে তাদের নামেও লিগাল নোটিশ বা মামলা করার হুমকি দিয়েছে। এ ছাড়া গদাইপুর ইউপি চেয়ারম্যান বিল কমিটির সভাপতি হিসাবে জমির মালিক ও ঘের মালিকদের নিয়ে সুষ্ঠু বন্টন করতে যাওয়ায় সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে পত্রিকায় চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়াকে জড়িয়ে চাঁদাবাজি, ঘের মালিকরা বিল কমিটির নিকট জিম্মি'র অভিযোগে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা জমির মালিক ও ঘের মালিকরা প্রত্যাখান করছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তারা ষড়যন্ত্রকারী, আতংক সৃষ্টিকারী টিপু গাজীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই সাংবাদিক সম্মেলন। এ সময় উপস্থিত ছিলেন এস এম মোজাম্মেল হক, এন এম জাহাঙ্গীর আলম, আজু মোল্লা, মোবারক সরদার, রেজাউল করিম, মনোজ বিশ্বাস, সুব্রত সরদার, আফছার উজ্জামান, আলিম সরদার সহ আরো অনেকে।
0 coment rios: