Sunday, 27 February 2022

১ম রাউন্ডের ২য় খেলায় পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ জয়ী

১ম রাউন্ডের ২য় খেলায় পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ জয়ী

পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট  তৃতীয় আসরে ১ম রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পাইকগাছা সরকারী কলেজ মাঠে  অনুষ্ঠিত খেলায় পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ বনাম তালা সৈয়দ তারিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশ অংশ গ্রহণ করে।

 খেলায় পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২৫ ওভারের খেলায় তালা সৈয়দ তারিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশ ব্যাটিং করতে নেমে ২৩ ওভার ৩ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮রান করে। 

জবাবে পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ ২০ ওভার ১বলে ১২৮ রানে অলআউট হলে খেলা সুপার ওভারে গড়াই। চরম নাটকীয়তাপূর্ণ খেলাটি উপভোগ করতে দর্শক উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। সুপার ওভারে পাইকগাছা স্টুডেন্ট এসোসিয়েশন ক্রিকেট একাদশ ৭রানে জয়ী হয়।

 তারা প্রথমে ব্যাটিং এ নেমে ৬ বলে ৯ রানের টার্গেট দিলে তালা সৈয়দ তারিকুল ইসলাম স্মৃতি ক্রিকেট একাদশ ৬ বলে ২ রান করতে সক্ষম হয়। প্রতিপক্ষ পাইকগাছা একাদশ ৭ রানে জয়ী হয়।

 ম্যাচে দ্বীনু ৩৪ বলে ৭ ছক্কা ও ৫ চারে ৬৮ রান এবং শাহীন ৬ ওভারে ৫ উইকেট নেওয়ায় যৌথভাবে দু'জন ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হোন। পরবর্তী খেলা আগামী ১.০৩.২০২২ তারিখ একই ভেন্যুতে নুরুল হক  স্মৃতি ক্রিকেট একাদশ বনাম পাইকগাছা থানা ক্রিকেট একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হবে। খেলাটি আয়োজন করে ফ্রেন্ডস ফেডারেশন -২০০৩ ব্যাচ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: