Friday, 25 February 2022

কয়রায় বিশেষ গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে ব্র্যাক, প্রস্তুতি সম্পন্ন।

কয়রায় বিশেষ গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবে ব্র্যাক, প্রস্তুতি সম্পন্ন।

রাসেল আহাম্মেদ, কয়রা থেকেঃআগামীকাল শনিবার ২৬ শে ফেব্রুয়ারি দেশব্যাপী একদিনে এক কোটি ভ্যাকসিন প্রদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষে খুলনার কয়রা উপজেলায় গণ টিকাদান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 কয়রা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সুদীপ বালা জানান কয়রার সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে কথা বলে ঘনবসতি ও গুরত্বপূর্ণ প্রতিটি ইউনিয়নে তিনটি করে মোট ২১ টি স্পট নির্ধারণ করা হয়েছে এবং আগামীকাল শনিবার সকাল ৯টা হইতে ৩টা পর্যন্ত এসব অস্থায়ী টিকা কেন্দ্রে ৩০০ জন মানুষকে টিকা দেওয়ার টার্গেটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিবন্ধিত ও অনিবন্ধিত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মনে পার্শ্ববর্তী সুবিধাজনক টিকা কেন্দ্রে থেকে টিকা নেওয়ার ও অনুরোধ জানান।

অন্যদিকে সরকারের বিশেষ এই গণটিকাদান কর্মসূচীকে সফল করতে মাঠ পর্যায়ে কাজ করছে বাংলাদেশ রুরাল এডভেন্সমেন্ট কমিটি (ব্র্যাক)। ব্রাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর এলাকা ব্যাবস্থাপক (কয়রা-পাইকগাছা) মোঃ মাহমুদুল হাসান জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ এই গণ টিকাদান কর্মসূচীর টার্গেট বাস্তবায়নে ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কারগন মাঠ পর্যায়ে কাজ করছে। 

প্রতিটি ইউনিয়নে ১ জন করে স্বাস্থ্যকর্মী এবং ১২ জন স্বাস্থ্য সেবিকা লিপলেট বিতারন, প্রচার সহ মানুষের ডোর টু ডোর গিয়ে যারা এখনও টিকা দেননি তাদেরকে সনাক্ত করে নির্ধারিত টিকাদান কেন্দ্রে পৌঁছানো নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এছাড়াও শনিবার ব্র্যাকের কমিউনিটি মোবিলাইজার, হটস্পট, পিএ ও স্বাস্থ্যকর্মীগণ সরকারের গণটিকা কার্যক্রমে মোবিলাইজেশন, রেজিষ্ট্রেশন, ডাটা এন্ট্রি, টিকা প্রদানকারী হিসাবে ও গণজমায়েত শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় সহযোগিতা করবে।

উল্লেখ্য যে, কয়রা উপজেলার টিকা কেন্দ্রগুলো হলো আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা সরঃ প্রাঃ বিদ্যালয়, বেচপাড়া কমিউনিটি ক্লিনিক, মসজিদকুড় কমিউনিটি ক্লিনিক। বাগালী ইউনিয়নের দঃ ঘুগরাকাটী সরঃ প্রাঃ বিদ্যালয়, বামিয়া কমিউনিটি ক্লিনিক, বারপোতা সরঃ প্রাঃ বিদ্যালয়। মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশরীপুর ইউনিয়ন পরিষদ, চৌকুনী সঃ প্রাঃ বিদ্যালয়, হড্ডা ডি. এম. সরঃ প্রাঃ বিদ্যালয়।

মহারাজপুর ইউনিয়নের কালনা সরঃ প্রাঃ বিদ্যালয়, মহারাজপুর সরঃ প্রাঃ বিদ্যালয়, দেয়াড়া সরঃ প্রাঃ বিদ্যালয়। কয়রা সদর ইউনিয়নের কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী বিদ্যালয়, মদিনাবাদ মডেল সরঃ প্রাঃ বিদ্যালয়, ৪নং কয়রা সরঃ প্রাঃ বিদ্যালয়। উঃ বেদকাশি ইউনিয়নের বড়বাড়ি সরঃ প্রাঃ বিদ্যালয়, বেদকাশি সরঃ প্রাঃ বিদ্যালয়, হরিহরপুর সরঃ প্রাঃ বিদ্যালয়। দঃ বেদকাশি ইউনিয়নের গোলখালী সরঃ প্রাঃ বিদ্যালয়, আংটি হারা সরঃ প্রাঃ বিদ্যালয়, দঃ বেদকাশি সরঃ প্রাঃ বিদ্যালয়ে টিকা প্রদান করা হইবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: