তারা সম্প্রতি বাড়ী ফিরে পাশের ৩ নং কয়রা গ্রামের মোশাররফ গাজীর পুত্র লাবিব (২৩) কে বিভিন্ন সময় মারধরের হুমকী দেয়। এর কারণ হিসেবে জানা যায় আমিরুল ও জামিরুল ফেসবুকে টিকটক ছাড়লে উক্ত লাবিব ও তার কয়েকজন বন্ধু খারাপ মন্তব্য করে। যে কারনে ভারত থেকে ফিরে দু’ ভাই লাবিব গং দের খুঁজতে থাকে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমিরুল ও জামিরুল লাবিব ও তার বন্ধুদের মারতে গেলে পালিয়ে গিয়ে ঐ দিন সন্ধ্যায় লাবিব ও তার বন্ধুরা ইমরানের ভ্যানে খেজুরবাগ মসজিদের পিছনে ব্রীজের উপর ইমরান কে ভ্যানে রেখে আমিরুল জামিরুল কে খুঁজতে যায়।
কিন্তু লাবিব গং তাড়া খেয়ে পালিয়ে গেলে ইমরানকে লাবিবের লোক মনে করে আমিরুল ও তার ভাই তাকে রড দিয়ে আঘাত সহ ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন জায়গীরমহল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় প্রেরণ করেন। পরে গতকাল ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আমিরুল, জামিরুল সহ আরও কয়েকজনকে আটক করে জিঙ্গাসাবাদ করা সহ মামলার প্রস্তুতি চলছে।
0 coment rios: