Saturday, 26 February 2022

কয়রায় টিকটকের জের ধরে ভ্যান চালক খুন

কয়রায় টিকটকের জের ধরে ভ্যান চালক খুন

কয়রা (খুলনা) প্রতিনিধিঃটিকটক তৈরি করে ফেসবুকে ছাড়াকে কেন্দ্র করে অকালে প্রাণ দিতে হল খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রার ভ্যান চালক ইমরান (১৮) কে। ঘটনার কয়েক ঘন্টার মধ্যে হত্যার মূল আসামীসহ আরও কয়েক জনকে আটক করে জিঙ্গাসাবাদ করছে কয়রা থানা পুলিশ। ঘটনাটি কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা গ্রামের খেজুরবাগ মসজিদের নিকটস্থ ব্রীজের উপর ঘটে  বিভিন্ন সূত্রে জানা গেছে, ৪ নং কয়রা গ্রামের রমজান সরদারের ২ পুত্র আমিরুল (২৮) ও জামিরুল (২৫) দীর্ঘদিন ভারতে অবস্থান করেন এবং দু’ ভাই টিকটিক অভিনেতা। 

তারা সম্প্রতি বাড়ী ফিরে পাশের ৩ নং কয়রা গ্রামের মোশাররফ গাজীর পুত্র লাবিব (২৩) কে বিভিন্ন সময় মারধরের হুমকী দেয়। এর কারণ হিসেবে জানা যায় আমিরুল ও জামিরুল ফেসবুকে টিকটক ছাড়লে উক্ত লাবিব ও তার কয়েকজন বন্ধু খারাপ মন্তব্য করে। যে কারনে ভারত থেকে ফিরে দু’ ভাই লাবিব গং দের খুঁজতে থাকে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আমিরুল ও জামিরুল লাবিব ও তার বন্ধুদের মারতে গেলে পালিয়ে গিয়ে ঐ দিন সন্ধ্যায় লাবিব ও তার বন্ধুরা ইমরানের ভ্যানে খেজুরবাগ মসজিদের পিছনে ব্রীজের উপর ইমরান কে ভ্যানে রেখে আমিরুল জামিরুল কে খুঁজতে যায়।

 কিন্তু লাবিব গং তাড়া খেয়ে পালিয়ে গেলে ইমরানকে লাবিবের লোক মনে করে আমিরুল ও তার ভাই তাকে রড দিয়ে আঘাত সহ ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন জায়গীরমহল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনায় প্রেরণ করেন। পরে গতকাল ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। পুলিশ জানায়, এ ঘটনায় আমিরুল, জামিরুল সহ আরও কয়েকজনকে আটক করে জিঙ্গাসাবাদ করা সহ মামলার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: