স্নেহেন্দু বিকাশ -পাইকগাছায় ১৯৭২ সালের ২২ ফ্রেব্রুয়ারীতে আলমতলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই মাটি কেটে বেঁড়িবাধ নির্মান কাজের উদ্বোধন করেছিলেন ।
সেই ঐতিহাসিক দিনটি স্মরণ করতে খুলনা-৬'র ( পাইকগাছা-কয়রা) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রেরনায় মঙ্গরবার বিকেলে আলমতলা খেয়াঘাটস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে স্থানীয় মাদরাসা মাঠে আওয়ামীলীগের ডাকে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রভাষক বাবলুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিকের পরিচালনায় দিনটি স্মরণ করে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজলা আ'লীগের সাবেক নেতা শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহযোগী অধ্যাপক ও উপজলা আ'লীগের সাবেক নেতা ময়নুল ইসলাম,আরশাদ আলী বিশ্বাস,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,আমিনউদ্দীন গাইন, মাদরাসা শিক্ষক মুক্তি মাওঃ আব্দুল কাদির, আফছার উদ্দীন ফিরোজী, উপজেলা যু্বলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ইউপি সদস্য হাসানুজ্জামান, শরিফুল ইসলাম লিটন, প্রভাষক মশিউর রহমান, বজলুর রহমান,নাজমা কামাল, কৃষ্ণদাশ গাইন, প্রসেন ঢালী, অনিমেশ মন্ডল, আবু তালেব জমাদ্দার, বিলাস মন্ডল,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, মাহাবুবুর রহমান নয়ন, মওদুদ হেসেন, ইমরান, নাছিম সহ অনেকে।
0 coment rios: