পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়
পি,সি,মন্ডল,পাইকগাছা :::পাইকগাছায় বিভিন্ন বেকারীর কারখানা পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় অস্বাস্থ্যকর পরিবেশ, সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত কেক উৎপাদন করায় পৌরসদরস্থ মেসার্স মর্ডান বেকারীতেভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও মমতাজ বেগম। এসময় বিএসটিআই আইন অনুযায়ী মেসার্স মর্ডান বেকারীর সত্ত্বাধিকারী আমীন উল্লাহ কে ১০ হাজার টাকা মোবাইল কোর্টে জরিমানা করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিএসটিআই পরিদর্শক মোঃ তারিকুল ইসলাম সুমন,
পেশকার প্রতুল জোদ্দার সহ সঙ্গী়য় আনসার সদস্য বৃন্দ৷এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, সিএম লাইসেন্স না থাকায়, স্বাস্থ্য বিধি না মানা উপজেলার বিভিন্ন বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা ও পরিদর্শন কতিনি সকলকেরা হয়। নিয়মনীতি মেনে, স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার উৎপাদনের কথা বলেছেন।
0 coment rios: