বাবুল আক্তারঃঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পাইকগাছা ব্লাড ব্যাংক-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে পাইকগাছা ব্লাড ব্যাংকের সহ-সভাপতি মোঃ শাহনেওয়াজ শাওন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা মেরিন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন, গদাইপুর ইউপি প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহকারী মোঃ আব্দুস সালাম, ইউপি সচিব মোঃ বেলাল হুসাইন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ রেজাউল ইসলাম, মোঃ নাজমুল হোসেন লিটু, সেনা সদস্য আসাদুজ্জামান মাহিদ। উপস্থিত ছিলেন, ব্লাড ব্যাংকের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক হাফেজ মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক শেখ ফজলুর রহমান, আইটি সম্পাদক মোঃ ওসমান গণি, পরিবেশ সম্পাদক মোঃ রায়হান মোড়ল, মেডিকেল টেকনোলজিস্ট যুগোল সরকার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 coment rios: