স্নেহেন্দু বিকাশ -পাইকগাছায় ২১ ফ্রেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গড়ইখালীতে সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে গড়ইখালী ইউনিয়ন পরিষদ, আওয়ামীলীগ-যু্বলীগ,ছাত্রলীগ, শিক্ষা প্রতিষ্টান সহ সামাজিক সংগঠন প্রভাত ফেরী, শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করে সংক্ষিপ্ত ভাবে আলোচনা সভার আয়োজন করেন।
সোমবার ভোরে প্রভাত ফেরী শেষে গড়ইখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেস্ক চত্বর শহীদ মিনার ও বাজার শহীদ মিনার ও আলমশাহী ইনষ্টিউশন এর শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন করেন ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু,প্যানেল চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মধুসূদন সরকার, মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান জোয়াদ্দার,আবুল কাশেম,মোঃ ফকির গাজী,ইউপি সদস্য গাউসুর রহমান,আয়ু্ব আলী,বিকাশ মন্ডল,আব্বাস আলী মোল্যা,মোঃ মোমিন গাজী, শিউলী মনি,যমুনা বৈদ্য,নাছিমা খাতুন,খানজাহান আলী খানু,পরিষদের সহকারী সচিব তৈয়েবুর রহমান,শিক্ষক-শিক্ষার্থী ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেনী- পেশার মানুষ। অনুরুপ ভাবে আ'লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে ।
0 coment rios: