বৃহস্পতিবার সকালে স্বর্গীয় মৃণাল কান্তি ধরের বিভিন্নমূখী সমাজ কর্ম, তার রেখে যাওয়া স্মৃতি ও আদর্শ বিষয়ে উল্লেখ করে স্মৃতি চারণ করেন ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা ও প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, জিএমসি প্রগতি সংঘের সভাপতি কল্লোল মল্লিক, প্রভাষক প্রশান্ত কুমার সরকার, মৃণাল কান্তি ধরের পুত্র অভিজিৎ ধর ও সহ -প্রতিঋত্বিক মুক্তিপদ মণ্ডল।
ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন স্বপন কুমার রায় ও শুক্লা রানী মণ্ডল । অনুষ্ঠানে শ্রী শ্রী গীতা বিদ্যাপীঠ এর ছাত্র-ছাত্রীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।সন্ধ্যায় স্মৃতি বেদীতে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং গীতা পীঠের শিশুরা পবিত্র গীতা পাঠ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
0 coment rios: