রাসেল আহাম্মেদ, কয়রা থেকেঃ- আজ বৃহস্পতিবার কয়রার উত্তর বেদকাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের গাতিরঘেরীতে সাসটেইনেবল কোস্টাল এ্যন্ড মেরিন ফিসারাইজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে বেড়িবাঁধ এর উপর দিয়ে ৩৮৬ মিটার ইটের সোলিং রাস্তার উপ প্রকল্প কাজের শুভ উদ্ধোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান নূরুল ইসলাম কোম্পানি, কয়রা কপতাক্ষ কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনায়ন ও মৎসজীবিদের জীবন জীবিকার মান উন্নয়নে লক্ষ্যে সরকারি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে মৎস অধিদপ্তর।
0 coment rios: