পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় দীর্ঘদিনের জবর-দখলের অভিশাপ থেকে হিন্দু সম্প্রদায়ের ৩৪ বিঘা সম্পত্তি অবৈধ দখল মুক্ত হতে চলেছে। শুক্রবার সকাল থেকে জমির মালিকগণ সোলাদানা ইউনিয়নের গোলবুনিয়ার মৃতঃ মনোজ সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও মৃতঃ অখিল সরদার এর ছেলে দীপক-দিলীপ সরদার দিংরা আমিন দ্বারা জরিপ করেছেন। ঘটনাটি ঘটছে সোলাদানা ইউপির খাটুয়ামারীতে। উজ্জ্বল সরদার পরিবারের সদস্যরা জানান, পাইকগাছার সিনিয়র জজ কোর্ট দেওঃ ৪৩/৯৩ মামলায় গত ২৫-১০-২০০৫ তারিখে আদালতের বিচারক ইমরান হোসেন চৌধুরী চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় দেন। এ আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ জামাল দিংদের দায়ের করা আপীল ১৯/২০০৬ মামলায় উচ্চ আদালত ২৩-৫-১২ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে আদেশ দেন ।
উজ্জ্বল, দিলীপ সরদার পরিবারের অভিযোগ, এ সম্পত্তি আমাদের নামে হাল জরিপের, ৪১৮ ৪১৯, ৪৫৩, খতিয়ানের ১৬০, ১৬১সহ বিভিন্ন দাগে রেকর্ড হওয়ায় পরেও বছরের পর বছর ধরে খাটুয়ামারীর বাসিন্দা সাবেক ইউপি সদস্য রুহুল আমীন সরদার, বারিক সরদার দিংরা একটি ডিসি আর দেখিয়ে পেশীশক্তি বলে চিংড়ি ঘেরভুক্ত জমি জবর দখল করে রাখেন। ইতোমধ্যে এ জমির বিরোধ নিয়ে থানায় দু'পক্ষের মধ্যে বসাবসি হলেও কোন সমাধান মেলেনি। এরই মধ্যে রুহুল আমীন দিংরা নির্বাহী আদালত ১৪৪ ধারার মামলা করেছেন।
এর পরিপ্রেক্ষিতে জমির মালিকগণের মধ্যে উজ্জ্বল- দিলীপ সরদার দিংরা জানান, আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও আমাদের রেকর্ডীয় সম্পত্তির উপর এমআর মামলা টিকবে কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন? পরিস্থিতির উপর নজর রাখার কথা বলে এ সম্পর্কে অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, খাটুয়ামারীতে সম্পত্তির বিরোধ নিয়ে দু'পক্ষের মধ্যে কোন রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য সোলাদানায় পুলিশী ব্যবস্থা জেরদার করা হয়েছে ।
0 coment rios: