পি,সি.মন্ডলঃঃ পাইকগাছায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, ভোজ্য তেলের দাম নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত দামে বিক্রয় হচ্ছে কি না? এবং জনসচেতনা বৃদ্ধিতে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং করেছেন। শনিবার বেলা ১২ টার দিকে পৌরসদরস্থ বাজারের বিভিন্ন মুদি, তেলের দোকানে, জনসাধাণের কাছে মূল্যবৃদ্ধি সম্পর্কে যাচাই-বাছাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।
পরবর্তীতে দুপুরে অস্বাস্থ্যকর, নোংড়া পরিবেশে খাবার তৈরী, স্বাস্থ্য বিধি না মানায় উপজেলার অনু ফুডস বেকারীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মমতাজ বেগম।
তিনি নিয়মনীতি মেনে, সরকারী নির্ধারিত মূল্যে দ্রব্য বিক্রয় সহ স্বাস্থ্য সম্মত পরিবেশে খাবার উৎপাদনের কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়ারদার, অন্যান্য কর্মচারীরা, আনছার সহ সঙ্গীয় ফোর্স।
0 coment rios: