পি,সি.মন্ডলঃঃ বিএনপি জোটের রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাইকগাছায় য্বুলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় মিছিল সহকারে পৌরসভার জিরোপয়েন্ট থেকে উপজেলা সদর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা য্বুলীগের আহবায়ক ও জেলা আওয়ামীলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।
বক্তব্য রাখেন য্বুলীগ নেতা আকরামুল ইসলাম, গৌতম রায়, আঃ বারিক গাজী, এটিএম হাসানুজ্জামান, তৌহিদুজ্জামান সম্রাট, মানবেন্দ্র নাথ মন্ডল, কেডি বাবু, প্রসেন ঢালী, করিম মিস্ত্রী জালাল, ইদ্রিস আলী,দীপঙ্কর মন্ডল, মোল্যা আনিছ, মনি গাজী,অনিমেশ মন্ডল, অসিত মন্ডল, বাবু মান্না দে, মলয় মন্ডল, রাজু শেখ, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ দফাদার, আশিষ দত্ত, বিলাশ মন্ডল, সুরজিত রায়, নাছিম, মওদুদ, শিয়াব বাবু, রহিম সবুজ, রিংকু, অভিজিৎ, অমরেশ গাইন, আতিকুর, মঈনমিস্ত্রি, সুকৃতি সানা, রিয়াজ রিপন, সাজ্জাত, বাপ্পি, সুমন,অভিলাশ, মুন্না সহ অনেকে।
0 coment rios: