পি,সি.মন্ডলঃঃ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ উপলক্ষে সপ্তাহব্যাপী বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপণীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে সপ্তাহব্যাপী এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র দাসের উপস্থাপনায় বক্তব্যরাখেন, প্যানেল মেয়র মাহাবুবর রহমান রঞ্জু, কবিতা দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা__প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারি শিক্ষা অফিসার দেবাশীষ দাশ, মোঃ আসাদুজ্জামান সহ___বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নানা শ্রেণী-পেশার মানুষ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্টোল প্রদর্শনী তে প্রথম হয় উপজেলা শিক্ষা অফিস।__
0 coment rios: