বাবুল আক্তারঃঃঃ পাইকগাছায় পৌর সভার শহররক্ষা বাঁধ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ওই বাঁধের উদ্বোধন করেন পাইকগাছা কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। পৌর কাঁটা বাজারে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, ভাইস চেয়ার শিহাব উদ্দীন ফিরোজ বুলু, প্যনেল মেয়র শেখ মাহববুর রহমান রঞ্জু। বক্তব্য রাখেন যুবলীগ নেতা রেজাল হক, আব্দুল গফার, মৎস্য আড়তদারী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন, সম্পাদক ওবাইদুল হক মিঠু, কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান, আসমা আহম্মেদ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। এ সময় এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, আমি পাইকগাছাকে গ্রীন এন্ড ক্লীন করার লক্ষে মাঠে নেমেছি। তারই একটি অংশ এ শহর রক্ষা বাঁধ।
এ শহর রক্ষা বাঁধ না থাকার কারণে পৌর সদরের কাঁচা বাজার, মাংশ বাজার, স্বর্ণ পট্টি, মৎস্য আড়ৎদারী মার্কেট শিবসার জোয়ারের পনিতে তলিয়ে থাকে। তখন জন দুর্ভোগ দেখা দেয়। এ জন দূর্ভোগ নিরসনে শহর রক্ষা বাঁধের উদ্বোধন করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন আমরা রজনীতি করি শোষিত বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকায় কোন ব্যবসায়ীর নিকট থেকে চাঁদা নেয়া যাবে না। আমার দলের ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের কোন ব্যক্তি অনুষ্ঠানের নামে চাঁদা তুললে তার দলীয় ভাবে ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: