পি,সি,মন্ডলঃঃপাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নে অবস্থিত উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়েছে।
প্রার্থীদের বরাদ্দকৃত প্রতীক হলো"সভাপতি পদে মোঃ আক্তারুল ইসলাম আক্কার চেয়ার মার্কা, শেখ জিয়াউর রহমান ছাতা মার্কা সহ-সভাপতি পদে মোঃ আসাদুল ইসলাম কলস,মার্কা সুকনাথ পাল,গোলাপফুল মার্কা সাধারণ সম্পাদক পদে মোঃ আনিছুর রহমান,মোমবাতি মার্কা কামাল সরদার তালাচাবি,মার্কা,কোষাধ্যক্ষ পদে শফিয়ার রহমান,মোরগ মার্কা আল-আমিন মোড়ল,বল,মার্কা সদস্য পদে মোঃ জিল্লুর রহমান,হাতি মার্কা মোঃ নজরুল ইসলাম,ঘুড়ি,মার্কা রাজীব গাজী,কলম মার্কা,মোঃ রফিকুল ইসলাম, মোটরসাইকেল মার্কা।
এ নির্বাচনে ৬টি পদে মোট ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২জন সদস্য সহ ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
আগামী ১২মার্চ ২০২২ রোজ শনিবার সকাল ১০টা হইতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৪৩৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সকল দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ,সহকারী সমবায় অফিসার দীপন জোয়াদ্দার কাজী শাখাওয়াৎ হোসেন পাপ্পু, আকরামুল ইসলাম।
0 coment rios: