পি,সি,মন্ডলঃঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করছে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরের কর্মরত সকল সরকারী কর্মচারীবৃন্দ। পূর্ব নির্ধারিত এ কর্মসূচি গত মঙ্গলবার থেকে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে তারা এই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন।
সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মত বৃহস্পতিবারও কর্মচারীরা নিজ দপ্তরে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করে আন্দোলনে নামেন। কর্মবিরতির কারণে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়ে। দুরদুরান্ত থেকে অফিসে এসে কর্মবিরতির জন্য কোন উপায়ন্ত না পেয়ে হতাশা নিয়ে ফিরে যেতে দেখা গেছে অনেকেরই। বৃহস্পতিবার সকালে ভূমি অফিসের কার্যালয়ে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য।
বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি পাইকগাছা উপজেলা শাখার কর্মচারীরা ০১ মার্চ-০৩, ০৬, ০৮-১০,১৩-১৬ ও ২০- ২৪ মার্চ ২০২২ তারিখের কর্মসূচির সাথে সহমত পোষন পূর্বক এ আন্দোলন অব্যাহত রেখেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ আব্দুল বারী, কার্তিক চন্দ্র হালদার, সার্টিফিকেট পেশকার প্রতুল জোদ্দার, এম এম পারভেজ আলম, আব্দুল খালেক খান, আরিফুল ইসলাম খান, মনিরুজ্জামান মোল্যা, মোঃ রবিউল ইসলাম, সৈয়দ টিপু সুলতান প্রমূখ।
উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ আব্দুল বারী জানান, ২০০১ সাল থেকে আজ পর্যন্ত প্রায় বিশ বছর যাবৎ তারা এই আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দাবি বাস্তবায়নে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ, সুপারিশমালা প্রণয়নে গঠিত কমিটির সাথে বার বার সাক্ষাৎ করার পরেও তাদের দাবি বাস্তবায়িত হয়নি। যদিও কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নে একমত পোষণ করেছিল তবুও বাকসাসের যৌক্তিক দাবি এতদিন অবহেলার সাথে দেখা হয়েছে। তাই দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে জানান তিনি।
0 coment rios: