Thursday, 24 March 2022

আনন্দঘন পরিবেশে শেষ হলো কয়রার মুক্তির উৎসব স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলা

আনন্দঘন পরিবেশে শেষ হলো কয়রার মুক্তির উৎসব স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলা


রাসেল আহাম্মেদ, কয়রা (খুলনা) থেকেঃমুক্তির উৎসব ও স্বাধীনতার সুর্বণ জয়ন্তী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে প্রায় অর্ধশতাধিক সরকারি বেসরকারি অফিসের স্টল বসে এবং মেলার মাঠে এসব স্টলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অফিসের কার্যক্রম চলে। প্রথমেই দেখা যায় কয়রা ফুড ব্যাংক ও ব্ল্যাড ব্যাংকের স্টলটি।  সম্পুর্ণ ফ্রি তে রক্তের গ্রুপিং ও অসহায়দের মাঝে খাদ্য বিতারন করছে স্টলটি। সপ্তাহ ব্যাপী এই মেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ঔষধ বিতারন সহ কোভিড টিকার ১ম, ২য় ও বুস্টার ডোজ ও প্রদান করে। মেলার শেষ দিনেও প্রত্যন্ত অঞ্চলের প্রচুর মানুষকে লাইনে সারিবদ্ধ হয়ে ভ্যাকসিন গ্রহণ করতে দেখা যায়।

উপজেলা নির্বাচন অফিসের বিভিন্ন সেবা নিতে মেলার স্টলে মানুষের সমাগম দেখা যায়। এ ব্যাপারে জানতে চাইলে কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী জানান ইউএনও মহাদয়ের নির্দেশে আমরা যতটুকু পারছি স্টলেই বসে মানুষকে সেবা দিতে চেষ্টা করছি।

তার দুটি স্টল পরেই দেখা যায় কৃষি গবেষণা ইনস্টিটিউট, মেলার মাঠকে বাস্তবে রুপায়িত করেছে স্টলটি। বিভিন্ন সবজির বাগান, গাছে পাকা কলা, ও পুকুরে মাছ চাষ বাস্তবে দেখা যাচ্ছে। এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন বই বিতারণ করতে ও দেখা যায়। তার পাশের স্টল টি হলো মুন্ডা বন্ধু আশিকের আই.সি.ডি এর স্টল, বাঘ বিধবা, মুন্ডা সম্প্রদায়, এবং উপকূলীয় মানুষকে নিয়ে কাজ করার সুবাধে দেশি-বিদেশী বিভিন্ন অ্যাওয়ার্ড, স্মারক, ক্রেস ও তাদের কার্যক্রমের বিস্তর তথ্য দেওয়া হচ্ছে মানুষকে। তার পাশেই রয়েছে নবযাত্রা প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন ও উইনরক ইন্টারন্যাশনালের স্টল। এখানে দেখা যায় কয়রা উপজেলার গ্রামীন নর-নারীদের তৈরী বিভিন্ন হস্ত ও কুঠির শিল্পের প্রদর্শনী ও বিক্রয়, পুতির তৈরী বিভিন্ন উপকরন, মেয়ে ও বাচ্ছাদের ড্রেস, নকশী কাঁথা, কেঁচো সার, বাঁশের তৈরী কুলা, হলদে শাঁসযুক্ত মিষ্টি আলু সহ বিভিন্ন অলংকারদী।

স্টলে বসে থাকা মেসার্স রাফি এন্টারপ্রাইজ ড্রপ-ইন-সেন্টারের প্রোপাইটর মোঃ মনিরুজ্জামান জানান আমাদের স্টলে বিভিন্ন লিপলেট বিতারন, প্রদর্শনী সহ প্রায় পাঁচ হাজার টাকার ও বেশি বিক্রয় হয়েছে। এই স্টলের পাশে রয়েছে কৃষি সম্প্রসার অধিদপ্তরের স্টল। তাদের স্টলটি মেলার সবচেয়ে বড় স্টল, কৃষি কাজে ব্যবহৃত রিপার মেশিন, রাইচ ট্রান্সপ্লান্টার, কম্বাইন হারভেষ্টার, মেইজ সোলার মেশিন, অটোমেটেড লাইট ট্রাপ, বিভিন্ন সবজি, ধান, গম, ও সার  প্রদর্শনী সহ রয়েছে পারিবারিক পুষ্টি বাগান। 


এছাড়াও দর্শকদের নজর কেড়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল, প্রকল্প বাস্তবায়ন অফিস ও প্রথামিক শিক্ষা অফিস, কয়রা মোডোকোয়ান তায়কোয়ানডো মার্শাল আর্ট সেন্টারে স্টল।  স্ব স্ব স্টল সেজেছে তাদের কার্যক্রমের আপন রুপে। প্রতিদিনের ন্যায় সন্ধায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাইন বিল্লাহ এবং মহাশ্বারীপুর ও দঃ বেদকাশি ইউনিয়নের শিল্পীদের অংশগ্রহণে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  

নাঁচ, গান, আবৃতি, অভিনয় শেষে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সপ্তাহব্যাপী এই মেলার সমাপ্ত ঘোষনা করা হয়। 

উল্লেখ্য যে, খুলনা জেলা প্রশাসনের নির্দেশনায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা উদযাপন উপলক্ষে গত ১৭ই মার্চ পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন খুলনা- ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, কয়রা উপজেলা পরিষদের  চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: