পাইকগাছা: পাইকগাছায় ১৫ তম বিশ্ব অটিজম(প্রতিবন্ধি)সচেতনা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবল মন্টু, স্বাগত বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দ্শ, শিক্ষা কর্মকর্তা বিদুৎ রঞ্জন শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান আলী, একটি বাড়ি একটি খামারের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, লস্কর ইউনিয়ন চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।
স্বাগত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলায় ৭হাজার ১৫০জন প্রতিবন্ধি রয়েছে। সরকার প্রতিবন্ধিদের শতভাগ ভাতার ব্যবস্থা করেছেন। এ সময় বক্তরা বলেন, প্রতিবন্ধিরা প্রতিভাবন্ধি নয়। তাদেরকে শিক্ষিত করতে হবে। তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। ইতিমধ্যে এবছর উপজেলার কয়েক জন প্রতিবন্ধি এস এস সি এবং এইচ এস সি পাশ করেছেন। তাদেরকে সু শিক্ষিত করে তাদের প্রতিভাকে কাজে লাগালে একদিকে তাদের পরিবার স্বাবলম্বী হবে অন্যদিকে অন্যন্য প্রতিবন্ধরা এগিয়ে আসবে।
0 coment rios: