পি,সি,মন্ডলঃঃ পাইকগাছায় একদল চৌকস পুলিশ অফিসার অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য জীবন সরদার (২৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নস্থ মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। থানা মামলা সূত্রে ও এসআই আনজির হোসেন জানান, জীবন এলাকায় অস্ত্র প্রদর্শন করে বেড়াচ্ছে।
গোপনে এমন সংবাদে জানতে পেরে বৃহস্পতিবার বিকালে জীবনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। থানা হেফাজতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জীবন তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। ঐ রাতে ইন্সপেক্টর (অপারেশন) মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে আমি, এসআই সুকান্ত ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জীবনের বাড়ীর কাছে তেঁতুল গাছের ঝোঁপ থেকে ২ রাউন্ড গুলি সহ দেশীয় ১ টি পাইপ গান উদ্ধার হয়। এ ঘটনায় জীবনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে,যার নং-৩।
ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান জানান, জীবন চুরি,ডাকাতি সহ ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। তার নামে পাইকগাছা থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ আরও ১১ টি মামলা রয়েছে। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, সে আন্তঃ ডাকাত দলের সদস্য। তাকে আটকের জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করা হচ্ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
0 coment rios: