প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, পিছনে মোটরসাইকেল ড্রাইভিং করছিলাম। হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিং এদিক-ওদিক করছিল। পরমুহূর্তে আমার সামনে একটা ডান সাইড থেকে বাম সাইডে মোটরভ্যান যাচ্ছিলো। তখন বাসটি ডান দিকে মোড় নিয়ে পাল্টি খেলে ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৫ জন আহত হয়েছে। গাড়ির হেলপারকে বালুর মধ্যে থেকে স্থানীয় জনগণ উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে পৌঁছে দেয়। তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদেরকে এলাকাবাসীর সহায়তায় পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন-আশাশুনি থানার সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝরনা বেগম, পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামের হাফিজুর রহমান ফারুক, কালীগঞ্জ থানার রতনপুর গ্রামের শারমিন বেগম ও তার স্বামী মিঠু শেখ, সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগমসহ ৩৫জন। গাড়ির আহত যাত্রীরা জানান দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, দুর্ঘটনায় কেউ নিহত হয়নি।
0 coment rios: