রাসেল আহাম্মেদ, কয়রা (খুলনা) থেকেঃমুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এবং কয়রা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডুমুরিয়া উপজেলার ৪১ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনার আয়োজন করা হয়।
রবিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়েজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রথমেই আগত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা শেষে শুরু হয় বক্তৃতা পর্ব। শিক্ষক বরুণ কুমার বৈরাগীর সঞ্চালনায় প্রথমেই বক্তব্য পেশ করেন ডুমুরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধকালীন কমান্ডার নুরুল ইসলাম মানিক, তিনি মুক্তিযোদ্ধা পরবর্তীকালীন সময়ে ধাপে ধাপে জেলার সকল মুক্তিযোদ্ধাদের এই মিলন মেলার মত মহাৎ আয়োজনের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও খুলনার জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট সকালের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো অগ্নিঝরা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ, অনুষ্ঠানের প্রধান অতিথি ও কয়রা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার বাবু চন্দ্র কান্ত তরপদার, কয়রা উপজেলা মুক্তিযুদ্ধের পক্ষে ইয়াকুব আলী, কয়রা লেডিস ক্লাবের সভাপতি বিপাশা বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ মেলায় আগত বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তৃতা পর্ব শেষে সকল মুক্তিযুদ্ধাদেরকে পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। পুরষ্কার প্রদান শেষে উপস্থিত জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন শেষে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করা হয় ।
0 coment rios: