নিউজ ডেস্কঃঃ গ্রীষ্মের শুরুতেই খুলনার বাজারে উঠছে তরমুজ। অন্যান্য বছরের তুলনায় এ বছর আগেই বাজারে তরমুজ এসেছে। তবে দাম চড়া বলে অভিযোগ করছেন ক্রেতারা।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে প্রতি কেজি তরমুজ ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও বছরের নতুন ফল হিসাবে বিক্রি ভালো হচ্ছে বলে বিক্রেতারা জানান।
তারা আরো জানান, বাজারে আসা নতুন ফল হিসাবে এর দাম একটু বেশি। তবে কিছু দিনের মধ্যেই তরমুজের আমদানি বাড়বে। এবং চাষীরা তাদের ক্ষেতের তরমুজ ওঠানো শুরু করলেই তখন দাম কমে যাবে।অপর ক্রেতা সাবিহা নাহার জানান, ছেলেকে নিয়ে বাজারে এসেছি। তরমুজ দেখে কেনার বায়না ধরেছে। তাই কিনলাম। দাম নিলো ৬০ টাকা কেজি।----------------
শহরের কদমতলা আড়তের এক তরমুজ বিক্রেতা রানা জানান, বাজারে এখনো মৌসুমের তরমুজ আসনি।কিছু তরমুজ বিভিন্ন জেলা থেকে আসছে এবং দামও একটু বেশি দিয়ে কিনতে হচ্ছে।আমাদের খুলনা অঞ্চলের তরমুজ বাজারে আসলে দাম অনেকটাই কমে যাবে।এবং ক্রেতারা কমদামে কিনতে পারবেন।-----------
0 coment rios: