পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে কলেজ ছাত্রের কান ছিড়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত কলেজ ছাত্রের পিতা সায়মুল থানায় মামলা করলে পুলিশ মুছা মোল্ল্যা নামে একজনকে গ্রেফতার করেছে।
২ এপ্রিল সোমবার সকালে লস্কর ইউনিয়ন পরিষদের পাশে লক্ষ্মীখোলা কলেজ গেটের মুখে এ ঘটনাটি ঘটেছে। লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেনীর ১ম বর্ষের ছাত্র মোঃ শাহরিয়ার হোসেন শাওন জানান, টাকা সংক্রান্ত একটি স্ট্যাম নিয়ে তার পিতা সায়মুল ইসলামের সাথে স্থানীয় আঃ মজিদ মোল্লার ছেলে আবু মুছার সাথে তর্ক-বিতর্কির এক পর্যায়ে হাতা-হাতি শুরু হয়।
এ খবর পেয়ে সে ঘটনাস্থলে পৌছে ঘটনার কারন জানার চেষ্টা করে দু’জনকে ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে মুছা ও নুরুজ্জামান বরফ কাটা শাবল দিয়ে পিঠ ও মাথা বরাবর আঘাত করে। শাবলের আঘাত কানে লাগলে সে রক্তাক্ত জখম হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে, একজনকে গ্রেফতার করে সোমবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
0 coment rios: