মোঃ মাজহারুল ইসলাম মিথুন,
পাইকগাছায়"বর্ণমালা কিন্ডার গার্টেন"এর উদ্বোধন অনুষ্ঠিতহয়েছে । বুধবার সকালে পৌরসভার বাতিখালী ৯নং ওয়ার্ডস্থ কলেজ রোডে বর্ণমালা কিন্ডারগার্টেন এর মিলনায়তনে"বর্ণমালা কিন্ডার গার্টেন"এর
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম । সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বর্ণমালা কিন্ডার গার্টেন এর সভাপতি এমএম আব্দুসসামাদ । স্বাগত বক্তব্য রাখেন, বর্ণমালা কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক মনোতোষ কুমার বৈদ্য । এ্যাড. শফিকুল ইসলাম কচি'র সঞ্চালনায় বক্তব্যরাখেন, বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী তোকারেম হোসেন, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এসএম আলাউদ্দীনআহমেদ,
খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান কাউন্সিলর আসমা আহম্মেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, হিরেন্দ্রনাথ সানা, মোঃ ইউসুফ সরদার, মমিনুল ইসলাম, মোঃ আবুবকর সিদ্দিকী, আফরোজা পারভীন শিল্পী, মমতাজ পারভীন মিনু, সহকারি শিক্ষক হোসনেয়ারা নাজমীন, দেবজানী মন্ডল ও তারক চন্দ্র মন্ডল সহ শিক্ষার্থী,অভিভাবক বৃন্দ।
0 coment rios: