মোঃ মাজহারুল ইসলাম মিথুন, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ঢিবি পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার (১৭ মে) সকালে তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে বিস্তীর্ণ অঞ্চলজুড়ে উঠে আসা সম্ভাব্য বৌদ্ধ বিহার পরিদর্শন করেন।
পরবর্তীতে পাইকগাছার নবনির্মিত কৃষি কলেজ ,সহচরী বিদ্যামন্দির, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কপিলমুনি ভূমি অফিস, গদাইপুরের হিতামপুর আশ্রয়কেন্দ্র, পৌরসভার বীর নিবাসসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন বাচ্চু,কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুগোল কিশোর দে, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কে এম আরিফুজামান তুহিন,শেখ জিয়াদুল ইসলাম জিয়া , উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, পিআইও কর্মকর্তা ইমরুল কায়েস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণসম্পাদক আব্দুর রাজ্জাকরাজুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার বলেন, খননে উঠে আসা বিভিন্ন প্রত্নবস্তুর নমুনা ও কাঠামো দেখে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে মনে হয়েছে প্রত্নবস্তু সমূহ নবম থেকে দ্বাদশ শতাব্দির।
তিনি এ অঞ্চলের প্রত্নভান্ডার উদ্ধার ও তা সম্পর্কে বিস্তারিতজানতে আগামীতে সেখানে দীর্ঘ মেয়াদী খনন পরিকল্পনার কথা উল্লেখ করেবলেন, এ অঞ্চলের মানববসতি, তাদের সংষ্কৃতি ও জীবনযাত্রা সম্পর্কে অবহিতপূর্বক সেখানে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রত্নতাত্ত্বিক এলাকার জমি অধিগ্রহনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন_করা হবে।__________
0 coment rios: