রাসেল আহাম্মেদ,::কয়রায় দোকানে আইসক্রিম ক্রয় করতে যেয়ে বৈদ্যুতিক স্পৃষ্টে প্যারিস চন্দর গাঈন(১২) নামের ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ১২ টার দিকে কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামে। নিহত প্যারিস চন্দ্র ঐ গ্রামের কুলিন চন্দ্র গাইনের ছেলে। সে শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্স নিলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহতের পিতা পুলিন চন্দ্র গাইন জানান, ভিজা আবস্হায় আমার ছেলে ১২ টার দিকে আইসক্রিম কেনার জন্য স্থানীয় তাইজুল ইসলামের দোকানে যায়।দোকানে কাউকে না পেয়ে দোকানদারকে খুজতে থাকে। এক পর্যায়ে সে আইসক্রিম রাখা ফ্রিজের কাছে যায়।তারপর কি হলো কিছুই জানিনা। শুনলাম আমার ছেলেকে কারেন্টে ধরেছে।
এ ব্যাপারে কয়রা থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহীম আলী বলেন, বিদ্যুৎ স্পৃষ্টে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর খবর পেয়ছি। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 coment rios: