মাজহারুল ইসলাম মিথুন::আইপিএল ও বিপিএল আদলে উপজেলা পর্যায়ে ১ম বারের মত পাইকগাছায় ৮ দলীয় প্রিমিয়ার ক্রিকেট লীগের (পিপিসিএল) উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনীতে মরিয়ম ট্রেড কর্পোরেশন (এমটিসি) কে ৮ উইকেটে পরাaজিত করে জয়ী হয় লস্কর লায়ন্স (এলএল)।
রবিবার দুপুরে পাইকগাছা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত পিপিসিএল'র উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পিপিসিএল'র সভাপতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ ইমরুল কায়েস, সচিব এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ,জামিনুর রহমান রানা, টুটুল। বৃষ্টি বিঘ্ন খেলায় টস নামক ভাগ্য পরিক্ষায় লস্কর লায়ন্স জিতে প্রথমে ফিল্ডিং নেয়।
নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৪ ওভারে সব ইউকেট হারিয়ে মরিয়ম ট্রেড কর্পোরেশন (এমটিসি) সংগ্রহ করে ৬১রান। এই টার্গেট খেলতে নেমে লস্কর লায়ন্স (এলএল) ৮ওভার রানিংএ ২ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রায় পৌঁছায়। লস্কর লায়ন্স বিজয় লাভ করে ৮ উইকেটে। অ্যাম্পিয়ার ছিলেন, মোঃ শাহ আলম সানু ও জিএম সাইফুল ইসলাম বাপ্পী।
আজ সোমবার একই মাঠে উপজেলা পরিষদ টাইটান্স বনাম সাধু খাঁ'র মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
0 coment rios: