Sunday, 26 June 2022

পাইকগাছার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর যোগদান

পাইকগাছার নবাগত সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর যোগদান

মাজহারুল ইসলাম মিথুন:
পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। 

তিনি রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ২০১৯ সালের এপ্রিল মাসে বিসিএস ৩৭তম ব্যাচে প্রশাসন ক্যাডারে জামালপুর ডিসি অফিসে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন।

 এরপর তিনি দিনাজপুর ডিসি অফিসেও সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। গত ২৬ জুন তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। এসিল্যান্ড মাসুদ আহমেদ রংপুরের কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে নবাগত এসি(ল্যান্ড) এর সহধর্মীনি একজন গৃহিনী এবং দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জনক। উল্লেখ্য, বিদায়ী এসি(ল্যান্ড) মোঃ শাহরিয়ার হক ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে সহকারী ওয়াকফ প্রশাসক হিসাবে যোগদান করেন এবং পরবর্তীতে "সিনিয়র সহকারী সচিব" হিসাবে পদোন্নতি পান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: