পাইকগাছায় কৃষকদের বিনামূল্যে বীজ,রাসায়নিক সার বিতরণ এবং অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত
মাজাহারুল ইসলাম মিথুন,পাইকগাছা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা এবং ২০২১-২২ অর্থবছরে রোপা আমন চাষাবাদে প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।পাইকগাছা উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং এসময় বক্তব্য করেন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, জিয়াদুল ইসলাম জিয়া ও আব্দুস সালাম কেরু, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাংবাদিক মোঃ আলাউদ্দিন রাজা, কৃষক কার্তিক চন্দ্র রায়।এসময় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃশাহজাহান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ বিল্লাল হোসেন, আবুল কালাম আজাদ, সিরাজ উদ্দীন মোড়ল, সাধক ঢালী, ডল্টন রায়, দেবদাস রায়, মোঃ মিজানুর রহমান, শেখ তোফায়েল আহমেদ, আফজাল হোসেন, অমিকা অধিকারী, মোঃ মফিজুর রহমান সহ কৃষকেরা উপস্থিত ছিলেন।
0 coment rios: