পাইকগাছার লতায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে টিসিবি'র পণ্য সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লতা ইউনিয়নের ৭১২টি দরিদ্র পরিবারভুক্ত কার্ডধারীদের ৪০৫ টাকায় তেল ২ কেজি, ডাউল ২ কেজি ও চিনি ১ কেজি বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস।
উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বাবলু সরদার, স্বপন মন্ডল, বিজন হালদার, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, লক্ষন মন্ডল, বাবুল আক্তার, দীনেশ তরফদার, অর্জুন মন্ডল, ছাত্রলীগের মিথুন সরকার, অমৃত সরদার সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
0 coment rios: