জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্ত করেন এমপি বাবু
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য পুরস্কার উপজেলা মিলনায়তনে মৎস্য পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্ত করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু এবং তিনি উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লোপাকে'র কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি মোঃ জিয়াউর রহমান, ডাঃ সুজন সরকার, মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান, প্রথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহ। বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, রাড়ুল ইউপি চেয়ারম্যান জিয়াদুল ইসলাম, আঃ কালাম আজাদ, কাউসার আলী জোয়ার্দার, কাজল কান্তি মন্ডল, রিপন কুমার মন্ডল, কে এম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস সালাম কেরু, প্রভাষক মইনুল ইসলাম ও আজিজুল হাকিম প্রমূখ।
0 coment rios: