পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছা::পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগ (পিপিসিএল) এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শিরোপা নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়ন হয় " মরিয়ম ট্রেড কর্পোরেশন"।পিপিসিএল গভর্নিং বডি আয়োজিত শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি লড়ে মরিয়ম ট্রেড কর্পোরেশন (এমটিসি) ও লস্কর লায়ন্স (এলএল)। ফাইনাল খেলাটি শুরু হয় মঙ্গলবার দুপুর ২টায়। পাইকগাছা সরকারী কলেজ মাঠে ফাইনালে মরিয়ম ট্রেড কর্পোরেশন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে লস্কর লায়ন্স ব্যাটিং করতে নেমে রাকিবের ৩২বলে ৮৬ রানের ঝড় ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রান সংগ্রহ করে। ২০৫ রানের টার্গেটে খেলতে নেমে মরিয়ম ট্রেড কর্পোরেশন ব্যাটসম্যানদের দুরান্ত ব্যাটিং এ ৩ উইকেটে জয় তুলে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। এমটিসি ১৯ ওভার ১ বলে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছায়ে যায়। ফলে ৩উইকেটে চ্যাম্পিয়ন হয় মরিয়ম ট্রেড কর্পোরেশন"। বিজয়ী দলের সোহাগ ৩৩ বলে ৭৩ রান করায় ম্যান অফ দ্যা ম্যাচ হোন। ম্যান অফ দ্যা
সিরিজ -- রানার্স আপ দলের ফাইম, সর্বোচ্চ ২৩৩ রান ৯ উইকেট।সর্বোচ্চ উইকেট পান লস্কর লায়ন্স এর ডালিম ১২ উইকেট।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু,ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউএনও মমতাজ বেগম,সহকারী কমিশনার (ভূমি) এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান গর্ভনিং বডির সভাপতি পিআইও মোঃ ইমরুল কায়েস, সচিব এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সদস্য সমাজসেবা কর্মকর্তা সরদার আলী ও পল্লীব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, কাউন্সিলর তৈয়বুর রহমান, ফাতেমা জাহাঙ্গীর, রানা প্রমূখ অ্যাম্পিয়ার ছিলেন, মোঃ গিয়াস উদ্দীন বাবু, তাওহিদুর রহমান ও মাহমুদুল হাসান রুবেল সহ ক্রীড়া অনুরাগী দর্শক বৃন্দ।
0 coment rios: