Friday, 29 July 2022

সংস্কৃতি বিষয়ক সচিবের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন

সংস্কৃতি বিষয়ক সচিবের বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুরআজ (বৃহস্পতিবার) সকালে বাগেরহাট জেলারষাটগম্বুজ মসজিদ, মাজার, ঐতিহাসিক ঘোড়াদীঘি, জাদুঘর, জেলা সরকারি গণগ্রন্থাগার, শিল্পকলা একাডেমি এবং কোদলা মঠ পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে সচিব বলেন, হযরত খানজাহান আলী (র:) ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং শাসক। এ ষাটগম্বুজ মসজিদ বিশে^র ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি এবং বাংলাদেশের র্শীষ পর্যটন আর্কষণ এর কেন্দ্র। এ দর্শনীয় স্থানটিকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলার জন্য আরো দৃষ্টি নন্দনভাবে সংস্কার এবং সংরক্ষণ করতে হবে। তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এই দক্ষিণাঞ্চলের প্রতœতাত্ত্বিক পর্যাটনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

 এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম, প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: