পাইকগাছা অফিস; পাইকগাছায় স্মরণ সভায় খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)'র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সৃষ্টিশীল কাজের মাধ্যমে চিরদিন বেঁচে থাকবেন আওয়ামীলীগের সাবেক জাতীয় পরিষদের সদস্য ও সাবেক এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে
উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ প্রয়াত নূরুল হকের ২য় মৃত্যু বার্ষিকীর দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু এসব কথা বলেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এমন মন্তব্য করে এমপি বাবু আরোও বলেন, বিগত ৯১ সালে সংসদ নির্বাচনে এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক পরাজিত হয়ে এ সংসদীয় এলাকায় অর্থ ও শ্রম দিয়ে দলের সাংগঠনিক ভিত মজবুত করেন। এর উপর ভিত্তি করে তিনি ১৯৯৬ সালে এমপি নির্বাচিত হয়ে পাইকগাছা-কয়রায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সংগঠিত করেন।
কিন্তু লক্ষ্য করা গেছে সেই সময় থেকে এ পর্যন্ত যারা দলীয় এমপি নির্বাচিত হয়েছেন তাদের পিছনে দলের ভিতর ও বাহিরের কিছু মানুষ সব সময় বিরুপ সমালোচনায় লিপ্ত থাকেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু স্মরণ সভায় সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহাবুবুল আলম।
সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু'র সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সংগঠনের সহ-সভাপতি সমীরণ সাধু, সাবেক ভারঃ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সাবেক ভারঃ সম্পাদক আঃ রাজ্জাক মলঙ্গী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওসার জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, হেমেশ মন্ডল,পঞ্চানন সানা, জগদীশ রায়, মিজানুর রহমান, সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
0 coment rios: