ঈদুল আজহা উপলক্ষে লতায় ভি.জি.এফ এর চাউল বিতরণ
পবিত্র ঈদুল আযহা ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার ভি.জি.এফ এর ১০ কেজি চাউল ১০০৮ টি পরিবারের মাঝে বিতরন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় লতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শুভ উদ্বোধন করেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফিসার জয়ন্ত ঘোষ,ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, সহ সভাপতি প্রকাশ সরকার, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি আজিজ সরদার, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, বাবলু সরদার, স্বপন মন্ডল, পুলকেশ রায়, বিজন হালদার, আজিজুল বিশ্বাস, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, মহিলা সদস্যা বিনতা বিশ্বাস, রীনা পারভিন, চম্পা বেগম, ইউপি সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বাশিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাসান সরদার, দীনেশ তরফদার, শুভংকর রায়, অর্জুন মন্ডল, মঙ্গল মল্লিক, গৌতম রায়, মান্নান, পল্লি সঞ্চয় ব্যাংক প্রতিনিধি কার্তিক মন্ডল, যুবনেতা মিজান সানা, সুমন সাহা, লিটু রায়, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা লিটন মন্ডল, অমৃত লাল সরদার সহ ১০০৮ টি পরিবারের উপকারভোগী মানুষ।
0 coment rios: