পূর্ণ চন্দ্র মন্ডল, পাইকগাছাপা:ইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগ (পিপিসিএল) এর ফাইনাল খেলা আজ ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। পিপিসিএল গভর্নিং বডি
আয়োজিত শিরোপা নির্ধারণী এই ম্যাচে মুখোমুখি লড়বে মরিয়ম ট্রেড কর্পোরেশন (এমটিসি) ও লস্কর লায়ন্স (এলএল)। ফাইনাল খেলাটি শুরু হবে দুপুর ২টায়। খেলাটিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণের কথা রয়েছে
খুলনা ৬ (পাইকগাছা-কয়রা)'র জাতীয় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু'র।
পাইকগাছা প্রিমিয়ার ক্রিকেট লীগ উপজেলা পর্যায়ে প্রথম আসর হিসাবে শুরু হয়। প্রথম আসরের শিরোপা জেতার প্রত্যাশা ব্যক্ত করেছেন দু'দলের অধিনায়ক, কর্তাব্যক্তি ও সমর্থকরা। প্রথম বার ফাইনালে ট্রফির রোমাঞ্চ ছুঁতে উদগ্রীব দু'দলই।
গতকাল বিকালে সরজমিনে পাইকগাছা সরকারী কলেজ মাঠে দু'দলের খেলোয়ারদের প্রাকটিস করতে দেখা যায়। পিচ ঠিক করতে দেখা যায় আয়োজক কমিটির সদস্যদের। কেউ রোলার টানছে, কেউ ত্রিফলা, পলেথিন, প্রস্তুত করছে। মঞ্চ ডেকারেশনে ব্যস্ত থাকতেও দেখা গেছে। এত প্রস্তুতি এত আয়োজন সেই ফাইনাল ম্যাচটি বৃষ্টিতে পিন্ড হয় কিনা - সংশয় রয়েছে সকলের মাঝে।
এদিকে আজকের ম্যাচে কোন দলের পাল্লা ভারী? মরিয়ম ট্রেড কর্পোরেশন নাকি লস্কর লায়ন্স? দেখতে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা।
দুটি স্কুল প্রথম বার এই প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছে। তাই ট্রফির রোমাঞ্চ ছুঁয়েছে দুই দলকে। জয় ছাড়া বিকল্প ভাবনা নেই দুই শিবিরে। শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত দু'দলের অধিনায়ক।
উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, প্যানেল উপজেলা চেয়ারম্যান লিপিকা ঢালী, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,
এ্যসিল্যান্ড এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, ওসি মোঃ জিয়াউর রহমান, গর্ভনিং বডির সভাপতি পিআইও মোঃ ইমরুল কায়েস, সচিব এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সদস্য সমাজসেবা কর্মকর্তা সরদার আলী ও পল্লীব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ প্রমূখ ফাইনালে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। গর্ভনিং বডির সভাপতি পিআইও মোঃ ইমরুল কায়েস ও সচিব শেখ জাহিদুজ্জামান বলেন, মাদকমুক্ত ও স্মার্ট ফোন আসক্তিমুক্ত যুব সমাজ গঠনে এ ক্রিকেট আয়োজন করা হয়েছে। ক্রিকেট মাঠে খেলোয়ার, যুবসমাজ ও দর্শকদের যেটুকু ফিরাতে পেরেছি তাতে তৃপ্ত। আগামীতে এটি ধরে রাখতে চাই। শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে খেলাটি সরাসরি সম্প্রচার করবে পিপিসিএল ফেসবুক পেজ ও খুলনা ভিশন চ্যানেল।
0 coment rios: