পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের সবেক চেয়ারম্যান স্বর্গীয় দিবাকর বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় স্থান বি,জি,পি শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩নং লতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে লতা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও লতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বর্গীয় দিবাকর বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলাটাইব্রেকারে ৪নং ওয়ার্ডফুটবল একাদশ ৩ -২ গোলে ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশ কে পরাজিত করে।
উক্ত খেলায় উপস্থিতছিলেন লতা ইউনিয়নআওয়ামীলীগেরভারপ্রাপ্ত সভাপতি নির্মল চন্দ্র বৈদ্য, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, লতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি অমলেন্দু তরফদার, প্রকাশসরকার, সাংগঠনিক সম্পাদক সোহরাব হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুকালিপদ বিশ্বাস, আওয়ামীলীগ নেতা মতলেব সানা, আলমগীর খলিফা, অর্জুন মন্ডল, দীনেশ তরফদার, দিলীপ রায়, মদন মোহন মন্ডল, সদানন্দ মন্ডল, আজিজ সরদার, প্রানকৃষ্ণ মন্ডল, শুভংকর রায়, আনছার মোড়ল, ইউপি সদস্য পুলকেশ রায়, স্বপন কুমার মন্ডল, বিজনহালদার, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, শওকত হাওলাদার, ফেরদৌস ঢালী, সংরক্ষিত_মহিলা সদস্য রীনা পারভিন, বিনতা বিশ্বাস, চম্পা বেগম, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রত্না_মন্ডল, যুবনেতা প্রসাদ_মন্ডল, মৃগাঙ্ক_বিশ্বাস, মিজান সানা, শাহবুদ্দিন গাজী, প্রসাদ রায়, পলাশ বাছাড়, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, অমৃত লাল সরদার, আশিক সরকার সহ লতা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং লতা ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন।__________________
0 coment rios: