পাইকগাছা অফিস::পাইকগাছায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বানিজ্যিক মন্ত্রানালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, ডাঃ সুজন কুমার সরকার। সেমিনারে প্যানেল মেয়র মাহবুবর রহমান রঞ্জু,উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রাণীসম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ বিশ্বাস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম রেজায়েত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ,ইউপি চেয়ারম্যান মান্নান গাজী, পল্লী দারিদ্র বিপ্লব কান্তি বৈদ্য , ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, পিআইও মোঃ ইমরুল কায়েস, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিপি কর্মকর্তা রাকিবুল হাসান,খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবুপদ ঘোষ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

0 coment rios: