![]() |
পাইকগাছা অফিস::পাইকগাছায় আগামী ১৯ আগস্ট -২২ মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী ও পরবর্তীতে দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার সময় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালী বাড়ীতে
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব হরেন
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ কুমার সাধু। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় আসন্ন জন্মাষ্ঠমী ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ মতামত ব্যক্ত করেন। উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন প্রাণকৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, অবঃ প্রধান শিক্ষক মুরারী মোহন সরকার, সুনিল মন্ডল, হিন্দু বৌঃ খ্রীঃ এক্য পরিষদের সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, শিক্ষক সুকৃতি মোহন সরকার, হেমেশ মন্ডল, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, প্রকাশ ঘোষ বিধান, দীপক মন্ডল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মন্ডল, সম্পাদক জগদীশ রায় সহ অখিল মন্ডল,
বিজন বাওয়ালী, প্রাণকৃষ্ণ মন্ডল, উত্তম দাশ, তাপস কান্তি বসু, কালীপদ বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, দেবব্রত রায় দেবু, গৌরাঙ্গ মন্ডল, পীযূষ সাধু, দ্বীজেন্দ্র নাথ মন্ডল, প্রধান শিক্ষক দীপঙ্কর সরকার,পূর্ণ চরণ দত্ত, উজ্জ্বল মন্ডল, শিবপদ রায়, অপূর্বরায়, ত্রিনাথবাছাড়, রামপ্রসাদ সানা, দীপঙ্কর মন্ডল সহ অনেকে।

0 coment rios: