Friday, 29 July 2022

এসপি’র দিক নির্দেশনায় বেড়েছে পাইকগাছা থানার সেবার মান

 এসপি’র দিক নির্দেশনায় বেড়েছে পাইকগাছা থানার সেবার মান

আশরাফুল ইসলাম সবুজ
।। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান (বিপিএম) এর দিক নির্দেশনা অনুযায়ী থানাতে আসা সাধারন মানুষের সেবা শতভাগ নিশ্চিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জিয়া। যিনি নিজেকে কখনও ওসি হিসেবে নয়, জনগনের একজন সেবক হিসেবে অতি সাধারন বেশে জনগনের পাশে থাকার চেষ্টা করেন।

ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া পাইকগাছা থানায় যোগদানের পর পাল্টে গেছে থানার চিত্র। দমন করেছেন থানার দালালের দৌরাত্ব । সেবা নিতে আসা লোকজন টাকা ও হয়রানি ছাড়াই এখন সাধারন ডাইরী (জিডি), অভিযোগ ও মামলা লেখা বা অন্তর্ভূক্ত করতে পারছেন থানায়। বিভিন্ন সময়ে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধারন মানুষের মধ্যে আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। পাইকগাছা থানায় মাদকমুক্ত রাখতে ওসির নেতৃত্বে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সকল সফল অভিযানে আটক করা হয়েছে মাদক কারবারিদের। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে এলাকায় দীর্ঘদিন থেকে একাধিক জমি সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। পাইকগাছায় ১টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের কারণে অপরাধ নিয়ন্ত্রন সহ সাধারন মানুষের সাথে পুলিশের সমন্বয় বেড়েছে বহুগুন। মূলত জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও তার মনিটরিং এর কারণে সেবার মান বেড়েছে পাইকগাছা থানায়। কেননা কোন পুলিশ সদস্য বেআইনী কর্মকান্ডে লিপ্ত হলে তাৎক্ষনিক ব্যবস্থা নেন পুলিশ সুপার।

পাইকগাছা থানার ওসি সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক। কথা হয় মানবিক ওসি মোঃ জিয়াউর রহমান জিয়ার সাথে। কথা প্রসঙ্গে তিনি বলেন, সাধারন মানুষের পাশে এসে দাঁড়ানো ও জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে কাজ করার জন্য পুলিশ বাহিনীতে যোগদান করা। যতদিন ডিপার্টমেন্টে থাকব, মানুষের কাছে কাজ করে যাব। পুলিশের ভাবমুর্তি ও ডিপার্টমেন্টের ইমেজ রক্ষা করব ইনশাআল্লাহ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: