পাইকগাছা অফিস::পাইকগাছায় পুকুরের পানিতে ডুবে মোস্তাকিম (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামের মকবুল বিশ্বাসের ছেলে। সোমবার বেলা ১১ টার দিকে তাদের নিজেদের পুকুরে পড়ে যায় বলে ধারনা করা হচ্ছে। এ সময় তার মা ইউনিয়ন পরিষদে ছিল। বাবা মকবুল শিশুকে বাড়ির আশে-পাশে খুঁজতে থাকে।
কোথাও না পেয়ে এক পর্যায়ে তিনি পুকুরে নেমে শিশুটিকে খুঁজতে থাকে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে। তাৎক্ষণিক ভাবে শিশুটিকে পার্শ্ববর্তী বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বিষয়টা নিশ্চিত করেন স্থানীয় জিয়াবুনিয়া সমবায় সমিতির সভাপতি ভোল্টন ভন্ডল। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা হয়েছে।
0 coment rios: