মাজহারুল ইসলাম মিথুন: পাইকগাছা ৮ দলীয় প্রিমিয়ার ক্রিকেট লীগের (পিপিসিএল) সেমিফাইনাল এর দু'টি খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দু'টিতে মরিয়ম ট্রেড কর্পোরেশন ও লস্কর লায়ন্স বিরাট ব্যবধানে জয়ী হয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করলো। বুধবার পাইকগাছা সরকারী কলেজ মাঠে সকালে প্রথম সেমিফাইনালে মরিয়ম ট্রেড কর্পোরেশন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলে উপজেলা টাইটানস (ইউপিটি) ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় দেখা যায়। বিগত দিনের সেই চেনা রুপ আজকের খেলায় দেখা গেল না। নিয়মিত বিরতিতে উইকেট পতনে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৭ ওভার ৩ বলে মাত্র ৬৫ রানে অলআউট হয়। স্বল্প রানে পুঁজি নিয়ে ইউপিটি শুরুতেই প্রতিরোধ করার চেষ্টা করে। তারা প্রথম ৩ ওভারে ৩টা উইকেটও তুলে নেয়। কিন্তু মরিয়ম ট্রেড কর্পোরেশন ব্যাটসম্যানদের দুরান্ত ব্যাটিং এ ঘুরে দাঁড়ালে
তারা সহজেই ৫ উইকেটে জয় তুলে ফাইনাল খেলার গৌরব অর্জন করে। এমটিসি ১৩ ওভার ১ বলে ৫ উইকেট হারিয়ে ৬৬ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছায়ে যায়। বিজয়ী দলের ইমামুল ২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হোন।
অপরদিকে লীগের ২য় সেমিফাইনাল দুপুর ২ টায় একই ভেন্যুতে পৌরসভা কিংস ক্রিকেট একাদশকে বিশাল রানের ব্যবধানে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল লস্কর লায়ন্স । ভাগ্য নামক টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পৌরসভা কিংস ক্রিকেট একাদশ। পিচের অবস্থা দেখে এমন সিদ্ধান্তের খেসারত তাদের দিতে হলো।
প্রথমার্ধের খেলায় ব্যাট করতে নেমে লস্কর লায়ন্স ক্রিকেট একাদশ ১৯ ওভার ১ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৯২ রানের সম্মানজনক স্কোর গড়ে। জবাবে পৌরসভা কিংস ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই মারমূখি ব্যাটিং এবং প্রতিপক্ষের দুরন্ত বলিং এর কারণে ব্যাটিং বিপর্যয় ঘটে। পিপিকে ১০ ওভারে ৫ বলে মাত্র ৮৫ রানে অলআউট হয়। ফলে লস্কর লায়ন্স ১০৭ রানের বিশাল জয়ে সেমিফাইনালে উঠল। ২৬ বল খেলে ৬৬ রান ও ২ উইকেট নিয়ে ফাইমিন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত। উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ মিহিরবরণ মন্ডল, পিপিসিএল'র গভর্নিং বডির সভাপতি পিআইও মোঃ ইমরুল কায়েস, সচিব এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, সদস্য সমাজসেবা কর্মকর্তা সরদার আলী ও পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রভাষক আঃ রাজ্জাক, প্রদর্শক আঃ রউফ, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, সুপার বাসের জামিনুর রহমান রানা প্রমূখ। অ্যাম্পিয়ার ছিলেন, জিএম সাইফুল ইসলাম বাপ্পী ও আবু হাসান বাবলু।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: