Tuesday, 23 August 2022

পাইকগাছায় মেধাবী ছাত্র কৃষ্ণের সার্বিক দায়িত্ব কাঁধে তুলে নিলেন-এমপি আক্তারুজ্জামান বাবু

 


খুলনার পাইকগাছা উপজেলাধীন রাড়ুলী ইউপি'র কাটিপাড়া গ্রামের অতিদরিদ্র  পরিবারে বেড়ে ওঠা কৃষ্ণ পদ রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে ভর্তির সুযোগ পেয়েও অর্থের অভাবে ভর্তির বিষয় অনিশ্চিত এমন সংবাদের ভিত্তিতে মানবিক চিন্তা চেতনায় দলিত সম্প্রদায়ের মেধাবী ওই ছাত্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন এবং তার পড়ালেখা সুন্দর ভাবে পরিচালনার জন্য সার্বিক দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও মানবতার আদর্শের চাদরে মোড়ানো উপকূল বন্ধু আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। স্হানীয় সংসদ সদস্যের এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দুঃচিন্তা থেকে পরিত্রাণ পেল অতিদরিদ্র জেলে পরিবার। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের ফরহাদুজ্জামান তুষার,কয়রা উপজেলা আ'লীগের যুগ্ম-সম্পাদক জাফরুল ইসলাম পাড়,উপজেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল হাকিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। জানা যায়, কৃষ্ণ পদ রায়ের মা প্রতিবন্ধি আর বাবা শ্রী পদ রায় নদীতে জাল ধরে সংসার চালান। কৃষ্ণ পদ ২০২২-২৩ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তার বিশ্ববিদ্যালয়ে পড়া হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু  মঙ্গলবার(২৩আগস্ট'২২) ওই শিক্ষার্থীকে পাইকগাছা পৌরসদরের শিববাটিস্হ নিজ বাসভবনে ডাক দেন। এরপর তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন ও লেখাপড়া করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থী কৃষ্ণ পদ রায় বলেন, আমি দরিদ্র পরিবারের সন্তান। আমার পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও লেখাপড়ার খরচ চালানো সম্ভব না। তাই আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে দুশ্চিন্তা ছিল। এমপি স্যার আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ আর্থিক সহযোগীতা হিসেবে ১৫হাজার টাকা দিয়েছেন এবং পড়াশোনায় সার্বিকভাবে  আর্থিক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন। অতিদরিদ্র পিতা-মাতা আমার ভর্তি নিয়ে খুবই দুঃচিন্তায় ছিলেন। আমার  বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সহযোগিতা সহ সার্বিক বিষয়ে দায়িত্ব নেওয়ায় এমপি  স্যারকে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ সহ আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ বিষয়ে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, আমার নির্বাচনী এলাকায় এক দরিদ্র মেধাবী শিক্ষার্থী কৃষ্ণ টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বা পড়তে পারবে না, এটা কখনো হতে পারে না। আমি তার বাড়িতে খোঁজ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেছি এবং তার পড়ালেখা সুন্দর ভাবে পরিচালনার জন্য যে সহযোগিতা করার প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে তা করবো।তিনি আরো বলেন,কৃষ্ণ লেখাপড়া চালিয়ে সুশিক্ষিতহয়ে দেশ ও জাতির সেবায় নিবেদিত থাকবেবলে আশাকরছি এবং তার সার্বিক মঙ্গল কামনা করছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: