![]() |
পাইকগাছায় কারিগরী কলেজ নিয়ে শান্তি ভঙ্গের আশঙ্কা দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন মন্ডলের |
পাইকগাছা অফিস::পাইকগাছায় কালীনগর কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেকু ম্যাশিনে অন্যের জমির মাটি কেটে দখল চেষ্টায় ভুক্তভোগীরা ইউএনও, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ করেছেন। অপরদিকে, থানায় পাল্টা অভিযোগ করেছেন কলেজ কর্তৃপক্ষ। এদিকে কালীনগর কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেকু ম্যাশিনে অন্যের জমির মাটি কেটে দখল চেষ্টায় শান্তি ভঙ্গের আশঙ্কা করছেন দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
তিনি বুধবার দুপুরে উপজেলা সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করে বলেন, দেলুটির কালীনগরে কেবি টেকনিক্যাল এন্ড ভোকেশেনাল কলেজ নামে একটি কারিগরী প্রতিষ্ঠান হচ্ছে। এ প্রতিষ্ঠানটি হোক ভাল কথা, কিন্তু কলেজ প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ দিবাকর বাউয়ালী নিজের ৫০ শতক জমি বাদে তার লোকেরা স্থানীয় পল্লব গোলদার ও তপন ঘোষ গংদের জমিতে রাত্রে বেকু ম্যাশিনে মাটি কেটে বাউন্ডারী ওয়াল দিচ্ছে। ২১ আগস্ট রাতের এ ঘটনায় দু'পক্ষই মুখোমুখি হলে শেষ পর্যন্ত সংঘাত এড়াতে ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরোও বলেন, এ ঘটনার পরের দিন ২২ আগস্ট দেলুটিক্যাম্প পুলিশ ও বিট পুলিশের উপস্থিতিতে দু'পক্ষকেইউনিয়ন পরিষদে ডাকা হলেও জমিরমালিকরা উপস্থিত হলেও কলেজ কর্তৃপক্ষ হাজির না হওয়ায় সমাধান হয়নি। এ সময় জমির মালিক সহ স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। সংশ্লিষ্ট সূত্র ও সরেজমিনে দেখা যায় দেলুটির কালীনগর ডিহিবুড়া খালের পাশ ঘেষা স্থাপিত কেবি টেকনিক্যাল এন্ড ভোকেশেনাল ইনস্টিটিউটর সাইন বোর্ড। যার একটি পাকা অফিস ঘর আছে। এখানে দু'একজন কর্মচারীও রয়েছে। স্থানীয়রা জানালেন এ গ্রামের বাসিন্দা ও বর্তমানে খুলনায় অবস্থানরত অধ্যক্ষ দিবাকর বাউয়ালী কারিগরী এ শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে তুলছেন।
নতূন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সম্বন্ধে সকলেই স্বাগত জানালেও স্থানীয়দের অভিযোগ দিবাকর বাউয়ালীর লোকেরা রাতে বেকু ম্যাশিনে মাটি কেটে বালি ভরাটের নামে অন্য গরীব মানুষের জমির দখল চেষ্টা করছেন। ভুক্তভোগী স্থানীয় অধীর গোলদারের ছেলে পল্লব গোলদার ও তার পরিবার অভিযোগ করেন দিবাকর বাউয়ালীর লোকজন ২১ আগস্ট রাতে অন্ধকার অবস্থায় বেকু মেশিনে মাটি কেটে আমাদের রেকর্ডীয় ৪৭ শকত কৃষি জমি দখল চেষ্টা করছেন। এব্যাপারে প্রতিকার চেয়ে তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছেন।
একই অভিযোগ করেছেন স্থানীয় মৃতঃ সুধীর মন্ডলের ছেলে তপন মন্ডল ( ঘোষ)। তিনি অভিযোগ করেন কারিগরী কলেজর নামে দিবাকর বাউয়ালী একই দাগ খতিযান ভুক্ত ভিপি,লীজ ৫৮/৭৯-৮০ নং কেসে আমাদের দখলীয জমির মেশিনে মাটি খনন ও বালি ভরাট করে দখল চেষ্টা করছেন। এতে বাঁধা দিলে কলেজের ভাড়াটে লোক বিশেষ করে তরুন গংরা হত্যার হুমকি দিচ্ছেন।
ঘটনা সম্পর্কে স্থানীয় ইউপি সদস্য পলাশ কান্তিরায় ও সাবেক মহিলাসদস্য চঞ্চলারানী জানান, অধ্যক্ষ দিবাকর বাউয়ালীর ৫০ শতক জমি বাদে কলেজের জমিরআইল সীমানায় অন্য গরীবের জমিতে মেশিনে মাটি খননকরে অবৈধ দখল চেষ্টা করছেন।
এ অভিযোগ সম্বন্ধে অধ্যক্ষ দিবাকর বাউয়ালী জানান, কালীনগরে আমার ব্যক্তিগত ও ক্রযকৃত সম্পত্তির উপর কেবি টেকনিক্যাল এন্ড ভোকেশেনাল ইনস্টিটিউট স্থাপিত হয়েছে। যা শিক্ষা মন্ত্রণালয় সহ চলতি বছরের ৯ মার্চ কারিগরী শিক্ষা বোর্ড অনুমোদন দিয়েছেন। তিনি অভিযোগ করেন উন্নয়নে বাঁধা হয়ে স্থানীয় কিছু মানুষ বিরোধীতার খাতিরে কলেজের বিরোধীতায় নেমেছেন। প্রতিকার চেয়ে থানায় অভিযোগের কথা বলেন তিনি।
এদিকে থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, কালীনগরে কারিগরী কলেজ সংক্রান্ত বিষয়ে উপজেলা সমন্বয় কমিটিতে উঠেছে। এ নিয়ে জমির মালিক ও কলেজ কর্তৃপক্ষ পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি সমাধানের জন্য বৃহস্পতিবার দু' পক্ষকে নিয়ে বসাবসির সিদ্ধান্তের কথা বলেন তিনি।
0 coment rios: