![]() |
এমপি বাবুর জরুরী বরাদ্দে সোলাদানা ইউনিয়নে ৮২৫ মিটার বেড়িবাঁধের কাজের উদ্বোধন |
মাজহারুল ইসলাম মিথুন::সোলাদানা ইউনিয়নে ভাঙ্গাহাড়িয়ায় ২৩ নাম্বার পোল্ডারে ৮২৫ মিটার বেড়িবাঁধের কাজের উদ্বোধন হয়েছে। নদীতে পানি বৃদ্ধি ও নিম্নচাপে সোলাদানা ইউনিয়নের ভাঙ্গাহাড়িয়া ২৩ নাম্বার পোল্ডারের বেড়ি ভেঙ্গে ঘের ও এলাকা প্লাবিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্থ হয়।
এমপি বাবু এলাকা পরিদর্শন করে তাৎক্ষনিক ভাবে জরুরী বরাদ্দ দেন বেড়িবাঁধটি সংস্কার করার জন্য। সোমবার সকালে ভাঙ্গাহাড়িয়া গেট থেকে বরইতলা খেয়াঘাট অভিমুখে বেড়িবাঁধের কাজের উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিহাব উদ্দিন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী,উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও মোঃ রাজু হাওলাদার, মোঃ রমিত হাসান মনি, বাবু পঞ্চানন কুমার সানা, মোঃ সায়েদ আলী মোড়ল কালাই, এস এম শাহাবুদ্দিন শাহিন, এম এম আজিজুল হাকিম, বাবু দিলীপ চন্দ্র ঢালী, মোঃ রবিউল ইসলাম রবি, বি এম আরেফিন আলী, মোঃ আঃ রউফ বিশ্বাস, বাবু গোলক চন্দ্র মন্ডল, মোঃ জাহাঙ্গীর হোসেন গোলদার, মোঃ আকরামুল ইসলাম, কে ডি বাবু, মোঃ আবদুল্লাহ আল মামুন, বাবু পীযুষ কান্তি মন্ডল, প্রবীর গোলদার বাবু, মোঃ আবুল কালাম আজাদ, বাবু গৌতম রায়,মহিলা নেত্রী নাজমা কামাল, মোঃ রমজান আলী সরদার, মোহাম্মদ আলী গাজী, মোঃ সাগর বিশ্বাস, মিসেস নাজমা কামাল, এস এম তুহিন আহম্মেদ, মোঃ রাকিব বিশ্বাস সহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও এলাকাবাসীরা।
0 coment rios: