![]() |
প্রচারে ঘাটতি -পাইকগাছার বিভিন্ন স্থানে টিসিবি'র খাদ্যপন্য বিক্রি |
স্নেহেন্দু বিকাশ, পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে কার্ডধারীদের মধ্যে স্বল্প মূল্যে ২ কেজি করে টিসিবি'র তেল,চিনি,ডাল বিক্রয করা হয়েছে। সোমবার গড়ইখালী,চাঁদখালী ও রাড়ুলী ইউপিতে এসব খদ্যপন্য বিক্রি করা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে সরকারের জনপ্রিয় এ কর্মসূচি বাস্তবায়নে কোথায় -কোথায় প্রচারে ঘাটতি এমনকি মাইকিংও করা হচ্ছে না।
এছাড়া অনেক বিক্রয় স্থানে ট্যাগ অফিসার,দু,একজন ইউপি সদস্য ও চৌকিদার তদারকি করছেন। আবার অনেক স্থানে ইউপি চেয়ারম্যানরা সরাসরি তদারকি করে খাদ্যপন্য বিক্রিতে সহযোগিতা করছেন। কার্ডধারীদের মধ্যে রাড়ুলী ইউপি কাঠিপাড়া গ্রামের হরজিত দাশের ছেলে মনিশংকর দাশের নামে ৪৭৬৪৮০০০০৪১৬ নং পরিবার পরিচিত কার্ড নিয়ে সোমবার সকালে কাঠিপাড়া বিক্রয় কেন্দ্রে হাজির হলেও তেল,ডাল,চিনি নেই বলে ডিলাররা টিসিবি সামগ্রী দেননি।
বিকেলে বিজ্ঞানী পিসিরাযের বাড়িতে বিক্রয কেন্দ্রে গিয়ে যোগাযোগ করলে ডিলার ও ট্যাগ অফিসার দেবদাশ সংশ্লিষ্ট ইউপি মেম্বরের সাথে যোগাযোগ করতে বলেন। মনি জানান,পরে ইউপি সদস্য বাপ্পি দাশের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্দ পাওয়া যায়। সোমবার দু'স্থানে টিসিবি'র পন্য বিক্রিতে সহয়তার কথা বলে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আঃ ছালাম কেরু বলেন, সরকারের জনবান্ধব কর্মসুচি কমমূল্যে এসব সামগ্রী পেয়ে গ্রামের গরীব মানুষ খুবই উপকৃত হচ্ছে।
কিন্তু কার্ড না থাকা স্বত্বেও কিছু মানুষ বিক্রির সময় মালামাল ক্রয়ের সময় হট্টগোল সৃষ্টি করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম খুবই স্পষ্ট করে জানান,সরকারের নির্দেশনা অনুযাযী টিসিবি পন্য বিক্রিয় করতে ইউপি চেয়ারম্যান সহ ডিলারদের নির্দেশনা দেওয়া আছে। এ ক্ষেত্রে কোথাও অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করার কথা বলেন তিনি।
0 coment rios: