![]() |
১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন উপলক্ষ্যে পাইকগাছায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া মাফফিল |
পাইকগাছা অফিস:::১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদদিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ পাইকগাছা উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল, স্মরণ সভা ও দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাফফিল হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা। সভাপতিত্ব করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু।
উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, পরেশ মন্ডল, অহেদুজ্জামান মোড়ল, দিপংকর মন্ডল, জিএম মিজানুর রহমান, ছাত্রলীগের পার্থপ্রতীম চক্রবর্তী, ফাইমিন সরদার, মুক্ত অধিকারী, রাফেজা ইসলাম, আবির আক্তার আকাশ, এসএম ইদ্রিস আলী, আরিফ আহম্মেদ জয়, মেহেদি হাসান সহ অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
0 coment rios: