![]() |
পাইকগাছায় জাতীয় শোক দিবসে বনানী সংঘ'র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত |
পাইকগাছা অফিস::স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা বনানী সংঘ'র উদ্যোগে বঙ্গবন্ধু'র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পৌরসদরস্থ বনানী সংঘে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সংঘ'র সভাপতি এমএম আব্দুস সামাদ।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড.শফিকুল ইসলাম কচি'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংঘ'র আজীবন সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা জিএম শাহাদাৎ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ, এ্যাড.মোজাফ্ফর হাসান, গাজী ইমান আলী, জিএ রশিদ, পূর্ণ চন্দ্র মন্ডল, নির্বাহী সদস্য পল্লী চিকিৎসক নরেন্দ্রনাথ বিশ্বাস, এ্যাড.পংকজ কুমার ধর, অবসরপ্রাপ্ত শিক্ষক অনিল কৃষ্ণ মন্ডল, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান ও আবু ছাবা গাজী, ক্রীড়া সম্পাদক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সহকারীক্রীড়া সম্পাদক মোঃ ইউসুফসরদার, প্রভাষক জাহাঙ্গীরআলম, সদস্য এসএম মহিউদ্দীন, মোঃ রফিকুল ইসলাম, সুবোধচক্রবর্তী, মোঃ ওয়াজেদ, মিন্টু শেখ, মোঃ মুরশিদুল মাওলা,পাঠাগার সম্পাদক মোঃ আল-আমিন মোড়ল সহ অনেকে। এর পূর্বে শোক দিবসে সকাল ৯টায় বনানী সংঘ'র উদ্যোগে সংঘ'র কার্যালয় থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলাচত্ত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা ও একুশেমঞ্চস্থ "বঙ্গবন্ধু"র প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।________________
0 coment rios: