![]() |
পাইকগাছা সরকারি কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ |
মাজহারুল ইসলাম মিথুন, জাতীয় শোক দিবস ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত।
বুধবার সকাল ১০টায় কলেজের গণিরাম ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের আর্থিক ও সার্বিক বিষয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা-কয়রার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রভাষক মাসুদুর রহমান মন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক নির্দেশনায় ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম।
উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, সত্যপ্রিয় মিস্ত্রী, আমান উল্লাহ গাজী,প্রভাষক জি,এম,এ,রাজ্জাক, স্বপন কান্তি ঘোষ, মাহবুবা নাজনীন ইরানী, লিলিমা খাতুন, সুস্মিতা সরকার, সরদার জামাল উদ্দিন, মোঃ মোমিন উদ্দিন, রতন কুমার দত্ত, মওলানা শামছুদ্দীন আহমেদ সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি,সাব্বির হোসেন, হুসাইন আহমেদ রানা, সহ ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
0 coment rios: